চুক্তি থেকেও বাদ পড়লেন রায়না-হরভজন

মুদ্রার ওপিঠটা ভালোভাবে দেখে নিলেন সুরেশ রায়না। ২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর টেস্ট দল থেকে বাদ পড়ে যান রায়না। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও জায়গা হারিয়ে ফেলেন এই তারকা ব্যাটসম্যান। এ বছর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরে অবশ্য হাফ সেঞ্চুরি করেন তিনি। তারপরও তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
অশ্বিন-জাদেজাদের ঘূর্ণির কাছে জাতীয় দলে জায়গা হারিয়ে ফেলা হরভজন সিংয়ের অবশ্য চুক্তি থেকে বাদ পড়াটা অনুমিতই ছিল। এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা ও বরুণ অ্যারনের মতো তারকা ক্রিকেটারদেরও জায়গা হয়নি।
ক্রিকেটারদের জন্য নতুন চুক্তি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনটি বিভাগে ৩২ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে বিসিসিআই। তিনটি বিভাগে ক্রিকেটারদের ভাগ করে চুক্তি করছে দেশটির ক্রিকেট বোর্ড।
প্রথম বিভাগে রয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, অশ্বিন, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা ও মুরালি বিজয়। বাকিরা আগে থেকে থাকলেও দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম বিভাগ থেকে ছিটকে একবারে তৃতীয় বিভাগে নেমে গেছেন শিখর ধাওয়ান। এই বিভাগের ক্রিকেটাররা বার্ষিক দুই কোটি রুপি বেতন পাবেন।
দ্বিতীয় বিভাগে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, যুবরাজ সিং, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা ও জাসপ্রিত বুমরাহ। এই বিভাগের ক্রিকেটাররা বার্ষিক এক কোটি রুপি বেতন পাবেন।
তৃতীয় বিভাগে রয়েছেন শিখর ধাওয়ান, করুন নায়ার, হার্দিক পান্ডিয়া, পার্থিব প্যাটেল, আশিষ নেহরার মতো ক্রিকেটাররা। যাঁদের বার্ষিক বেতন হবে ৫০ লাখ রুপি।
এ ছাড়া প্রতিটি টেস্টের জন্য ১৫ লাখ, ওয়ানডে ম্যাচের জন্য ছয় লাখ এবং টি-টোয়েন্টির জন্য তিন লাখ রুপি করে পাবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।