ছুটছেই জার্মানির বিজয়রথ
বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে জার্মানি। ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপে জার্মানিদের বিজয়রথ থামাতে পারছে না কোনো দল। এর আগের চার ম্যাচে ১৬ গোল করা দলটি গতকাল রাতে আরো চার গোল দিয়েছে আজারবাইজানের জালে। অবশ্য বাছাইপর্বের ম্যাচে এই প্রথম গোল হজম করেছে জার্মানি।
আন্দ্রে শুরলের জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজারবাইজানকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলের হয়ে বাকি দুটি গোল করেন থমাস মুলার ও মারিও গোমেজ। পাঁচ ম্যাচ থেকে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষ অবস্থানে রয়েছে দলটি।
গ্রুপ ‘সি’র ম্যাচে গত রাতে জার্মানিকে আতিথেয়তা দেয় আজারবাইজান। চার ম্যাচে দুটিতে জয় পাওয়া আজারবাইজান মুলার-ওজিলদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এটা অনুমিত ছিল। দেখা বিষয় ছিল কত গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুরু থেকেই ফেভারিটের মতো খেলতে থাকে জার্মানি। ১৯তম মিনিটে জার্মানির হয়ে প্রথম গোল করেন শুরলে। জোনাস হেক্টরের পাসে আজারবাইজানের জাল কাঁপান তিনি। তবে ৩১তম মিনিটে সবাইকে অবাক করে দিয়ে গোল করে বসে আজারবাইজান। এবাবের বাছাইপর্বে একটিও গোল না হজম করা জার্মানির জন্য এটি নতুন অভিজ্ঞতাই বটে। পাঁচ মিনিট মুলারের গোলে আবারও লিড পায় জার্মানি। এর খানিক বাদে গোমেজের গোলে ব্যবধানটা ৩-১ হয়ে যায়। খেলার ৮১ মিনিটে হেক্টরের পাসে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন শুরলে। এর ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লো’র শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক