এ কেমন রানআউট হলেন চান্দিমাল!
প্রথম ইনিংসের ২৬তম ওভারের পঞ্চম বলের খেলা চলছিল তখন। সাকিব আল হাসানের বলে মিডেলঅর্ডার ব্যাটসম্যান কুসল মেন্ডিস এক নিচ্ছিলেন। অন্য প্রান্ত থেকে দিনেশ চান্দিমাল এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি ক্রিজে যাচ্ছিলেন হালকা দৌড়ে। বেশি সহজভাবে নিয়েই হয়তো ব্যাট ঠিকমতো ছোঁয়াতে পারেননি চান্দিমাল। আলসে ভঙ্গিতে যান ক্রিজে।
আর এতেই কপাল পুড়ে চান্দিমালের। সহজ রান নিতে গিয়ে অরেনকটা বিস্ময়কর ভাবেই রানআউট হন তিনি। মুশফিক বল স্টাপে ছোঁয়ানোর সময় চান্দমালের পা ও ব্যাট ছিল বাতাসে। অনেকবার রিপ্লে দেখে নিশ্চিত হয়েই আউট দেন টিভি আম্পায়ার।
এমন আউট হয়ে ফিরে যাওয়ার সময় চান্দিমাল যেমন বিস্মিত হন, কম বিস্মিত হননি বাংলাদেশের ফিল্ডারও। তারা মোটেও ভাবেননি এই বলে আউট হবেন এই লঙ্কান ব্যাটসম্যান।
চান্দিমাল ফিরলেন ২১ রানে। শ্রীলঙ্কার রান তখন ২৫.৫ ওভারে ৩ উইকেটে ১৩৬।
বল হাতে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম আট ওভার মাশরাফি-মুস্তাফিজদের ওপর বেশ চড়াও হয়েই খেলছিলেন দুই লঙ্কান ওপেনার ধনুস্কা গুনালিথাকা ও উপুল থারাঙ্গা। তবে দুজনেই সাজঘরে ফিরেছেন ১৪ ওভারের মধ্যে। এরপর দুটি রানআউটও খানিকটা স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ শিবিরে।
কিন্তু কুসল মেন্ডিস একটি হাফ সেঞ্চুরি করে এবং গুনারত্নে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে শ্রীলঙ্কাকে বড় স্কোরের পথ দেখান।

ক্রীড়া প্রতিবেদক