ইমার্জিং কাপের শিরোপা শ্রীলঙ্কার

আসরের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে তাই মুখোমুখি হয় গতবারের রানার্সআপ পাকিস্তান ও শ্রীলঙ্কা। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। এবার তারা হেরেছে শ্রীলঙ্কার কাছে।
আজ সোমবার আসরের ফাইনালে শ্রীলঙ্কা ৫ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানের সহজ লক্ষ্য দিয়েছে প্রতিপক্ষের সামনে। এই লক্ষ্য টপকাতে মোটেও বেগ পেতে হয়নি শ্রীলঙ্কার। অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২৩ রানে ওপেনার আভিস্কা ফার্নান্দোর (১৭) উইকেট হারিয়ে বসে তারা। দলীয় ৯৮ রানে ৫ উইকেট হারালেও শ্রীলঙ্কা পরে জয় ঘরে তুলে নেয় সহজেই।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৪২.১ ওভারে ১৩৩ (উসামা ২৬, রিজওয়ান ২৬, হাম্মাদ ২৫, খুশদিল ২০; শিহান ৩/২২, হাসারাঙ্গা ২/১৩, চামিকা ২/২০)।
শ্রীলঙ্কা : ২৩.৫ ওভারে ১৩৪/৫ (সামারাবিক্রামা ৪৫, ফার্নান্দো ১৭, হাসারাঙ্গা ২২*, ভিথানাগে ২০* ; সামিন ২/৩৩, গোলাম ১/৩২, জাফর ১/২০, উসামা ১/২২)।
ফল : শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।