ও’কিফের জরিমানা

তারকাখ্যাতি কিছুটা বাড়লেই বেসামাল হয়ে পড়েন অনেকেই। আর শেষ পর্যন্ত তারকার তকমাটাই কাল হয়ে দাঁড়ায়। এমন বহু ঘটনার উদাহরণ দেওয়া যেতে পারে। সম্প্রতি এমনটাই হয়েছে অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফের সঙ্গে। মাতলামি করে অযাচিত মন্তব্যের জন্য বড় অঙ্কের জরিমানা করা হয়ে তাঁকে। সেই সঙ্গে শুনতে হয়েছে কড়া সতর্কতা। গত বছরও এমন কাণ্ড ঘটিয়েছিলেন এই ক্রিকেটার। সিডনির একটি হোটেলে মারামারির দায়ে জরিমানা গুনতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি নিজ রাজ্য নিউ সাউথ ওয়েলসের একটি ক্রিকেট অনুষ্ঠানে উল্টাপাল্টা মন্তব্য করে ফেঁসে গেলেন ও’কিফ। এই ঘটনায় ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাঁকে। কেবল তাই নয়, পরের মৌসুমে ম্যাটাডোর কাপ থেকেও বহিষ্কার করা হয়েছে তাঁকে।
দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কোনো ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। এটা ক্রিকেটের জন্য বাজে নিদর্শন। তার এমন মন্তব্যের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।’
নিজের মন্তব্যের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন স্টিভ ও’কিফ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গত মাসে ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন এই বাঁহাতি স্পিনার। সিরিজে ২১ উইকেট নেন তিনি।