রেকর্ড গড়েই জিতল সাকিববিহীন কলকাতা

দশম আইপিএলে দারুণ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। সাকিববিহীন ম্যাচে গুজরাট লায়ন্সকে ১০ উইকেটে হারাল শাহরুখ খানের দল। গতকাল শুক্রবারই কলকাতা দলের সঙ্গে যোগ দেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তাঁকে টানা ম্যাচ খেলাতে চায়নি কেকেআর। তাই তাঁকে বিশ্রাম দিয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন গম্ভীররা। ক্রিস লিন ও গৌতম গম্ভীরের ১৮৪ রানের রেকর্ড জুটিতে ১০ উইকেটের জয় পায় নাইটরা। কেবল আইপিএল নয়, টি-টোয়েন্টির যেকোনো আসরে এত রান তাড়া করে ১০ উইকেটে জয়ের নজির নেই!
রাজকোটে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট লায়ন্স সংগ্রহ করে ১৮৩ রান। জবাবে ৩১ বল আর দশ উইকেট বাঁচিয়ে রেখেই দলের জয় নিশ্চিত করে সাকিবের দল।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই গুজরাটের বোলারদের পিটিয়ে ছাতু বানাতে থাকেন ক্রিস লিন। মাত্র ১৯ বলে চারটি চার ও পাঁচটি ছয়ের মারে অর্ধশতকে পৌঁছান গত বিগ ব্যাশে দুর্দান্ত খেলা ক্রিস লিন। খানিকবাদে ব্যাট খুলে খেলতে থাকেন গম্ভীরও। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন নাইটদের অধিনায়ক। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকেই দলের জয় নিশ্চিত করেন তাঁরা।
গম্ভীর ৪৮ বলে ১২টি চারে মোট ৭৬ রান করেন। অপরদিকে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ক্রিস লিন। ৪১ বলে ছয়টি চার ও আট ছক্কায় ৯৩ রান করেন তিনি।
এর আগে প্রথমে ব্যাটিং করে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গুজরাট। ৫১ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন সুরেশ রায়না। ২৫ বলে ৪৭ রান করেন দিনেশ কার্তিক। এ ছাড়া ম্যাককালাম ৩৫, অ্যারন ফিঞ্চ ১৫, ও জ্যাসন রয় ১৪ রান করেন।
কলকাতার হয়ে দুটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা।