রূপগঞ্জে একসঙ্গে মাশরাফি-মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলতে যাওয়ার আগেই মাশরাফি বিন মুর্তজা কলাবাগান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন। সিরিজ শেষ করে দেশে ফিরে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ছেড়ে রূপগঞ্জে যোগ দিয়েছেন মুশফিকুর রহিমও। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
রূপগঞ্জে যোগ দিয়ে দারুণ খুশি মুশফিক বলেন, ‘প্রিমিয়ার লিগে প্রথমবার মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলতে যাচ্ছি। এটা আমার জন্য গৌরবের। এখন চেষ্টা থাকবে দলকে সাফল্য এনে দেওয়ার। আশা করছি দলের পক্ষে ভালো কিছু করতে পারব।’
এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি-মুশফিকদের সঙ্গে আছেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার নাঈম ইসলাম ও মোহাম্মদ শরিফের মতো ক্রিকেটাররা। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছেন দলটিতে।
আগামী ১২ এপ্রিল শুরু হচ্ছে এই্ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই মাঠে নামবে মাশরাফি-মুশফিকের রূপগঞ্জ।
দল : মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, পিনাক ঘোষ, হাসানু্জ্জামান, খন্দকার সায়েম, মাহমুদুল হাসান, দেওয়ান সাব্বির, ইয়াসির আলী, হামিদুল ইসলাম, আশিক হাসান ও এজাজ আহমেদ।