বেতন-ভাতা বাড়বে, আশা মুশফিকের
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মাসিক বেতন প্রায় আড়াই লাখ টাকা। নতুন চুক্তিতে এই বেতন-ভাতা আরো বাড়তে পারে। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কত শতাংশ বাড়ছে, তা এখনো নিশ্চত হয়নি। তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নতুন কাঠামোয় বেতন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
এ ব্যাপারে মুশফিক বলেন, ‘জাতীয় দলের হয়ে একজন ক্রিকেটারকে বছরে ৯-১০ মাস ব্যস্ত থাকতে হয়। এখানে বেতনের পরিমাণটা আরেকটু ভালো হওয়া উচিত। আমরা একটা অনুরোধ করেছি। আশা করছি বিসিবি তা মাথায় রাখবে এবং খেলোয়াড়দের জন্য কিছু করবে।’
এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, নতুন চুক্ততে আরো চার ক্রিকেটার যুক্ত হচ্ছেন। বর্তমান চুক্তিতে আছেন ১৪ ক্রিকেটার। এদের মধ্য থেকে বাদ পড়তে পারেন নাসির হোসেন, আল আমিন হোসেন ও আরাফাত সানি।
আর নুতন নতুন চুক্তিতে ১৫ ক্রিকেটারকে নেওয়া হতে পারে। এদের মধ্যে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান অথবা পেসার কামরুল ইসলাম রাব্বি এই চুক্তির আওতায় আসতে পারেন।

ক্রীড়া প্রতিবেদক