নামবে খেলবে জিতবে, ভেবেছিল ভারত!
বাংলাদেশ আর ভারতের মধ্যকার চলমান সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচ বাংলাদেশের কাছে হারায় নিজ দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়কসহ খেলোয়াড়রা। ম্যাচের পর থেকে এ নিয়ে সমালোচনায় মুখর দেশটির গণমাধ্যম।
বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে এই সিরিজে ভারতীয় ওয়ানডে দৃষ্টিভঙ্গিতেই অসাড়তা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার বলেছে, ভারত ধরে নিয়েছিল, তারা ঢাকায় নামবে, খেলবে, জিতবে। বাংলাদেশের মতো টগবগে একটি দলকে নিজের মাঠে হারানোটা কলকাতার ভীমনাগের দোকান থেকে সন্দেশ কেনার মতো সহজ হবে।
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও চলছে দেশটির ভেতর। তাদের অভিযোগ, ম্যাচ দেখে বোঝার উপায়ই ছিল না যে ধোনির স্ট্র্যাটেজিটা কী। সিরিজের প্রথম ম্যাচটাতে ধোনির চার নম্বরে মাঠে নামার প্রয়োজন হলেও তিনি আরো পরে নেমেছেন। আর যে ম্যাচে প্রথম দিকে ব্যাটসম্যানরাই টার্গেট তৈরি করতে পারে, সেখানে রাহানেকে বাদ দিয়ে ধোনি নিজে চার নম্বরে খেলতে নেমেছেন। এ সিদ্ধান্তটির কঠোর সমালোচনা চলছে।
শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমই আরো একধাপ এগিয়ে বলছে, মিরপুরের দুটি ম্যাচ ভারতীয় ক্রিকেটকে আতঙ্কে-ক্ষোভে-সংশয়ে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। যে বিরাট কোহলি ব্যাটসম্যান ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলে জায়গা করে নেবেন, সেই কোহলিও দ্বিতীয় ম্যাচে ফ্রি হিট পেয়েও ডিফেন্স করেছেন। নিউটনের জন্মের পর এটি বড় আজব ঘটনা বলেও মন্তব্য করেছে।