হঠাৎ বাংলাদেশ দলে জুবায়ের

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু তৃতীয় ওয়ানডের আগের দিন হঠাৎ করে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
জুবায়েরের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলে এখন ১৫ সদস্যের। ডাক পাওয়ার পর দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।
জুবায়েরকে দলে নেওয়ার তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের অনুরোধে জুবায়েরকে দলে নেওয়া হয়েছে। তবে তাকে প্রথম একাদশে রাখা হবে কি না তা বলতে পারছি না।’
সেই সম্ভাবনা অবশ্য ক্ষীণই বলা যায়। প্রথম দুই ম্যাচে ভারতকে গুঁড়িয়ে দেওয়া দলটি অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে ৪২ রানে দুই উইকেট নিয়েছিলেন জুবায়ের। সেই সিরিজের শেষ ওয়ানডেতেও দুই উইকেট নিয়েছিলেন ৪১ রানের বিনিময়ে। তবে এরপর আর ওয়ানডেতে সুযোগ পাননি এই লেগস্পিনার।