আল আমিন-তাণ্ডবে রূপগঞ্জের হার
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম এখন ইংল্যান্ডে রয়েছেন। দলের দুই তারকা ক্রিকেটার না থাকার ফলটাও হাতে নাতে পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬৬ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রূপগঞ্জের এটি দ্বিতীয় হার।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। পাকিস্তানি ব্যাটসম্যান রাফাতুল্লাহ মোহাম্মদ করেন ১২৮ রান। জবাবে নাঈম ইসলামের ৯৫ রান সত্ত্বেও ২১৮ রানে শেষ হয় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস।
২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানেই চার উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। ইজাজ, মাহমুদুল হাসান, জালাল সাক্সেনা, হাসানুজ্জামানরা এসেই ফিরে গেছেন আজ। এরপর ইয়াসিরকে নিয়ে ৫৬ রানের জুটি বাঁধেন নাঈম। এরপর অধিনায়ক মোশাররফ হোসেন রুবেলের সঙ্গে ৬৬ ও মোহাম্মদ শরীফের সঙ্গে আরো ৬৪ রান যোগ করেন নাঈম। দলীয় ২১১ রানে নাঈম ইসলাম ফিরে যাওয়ার পর রূপগঞ্জের সব প্রতিরোধ ভেঙে যায়। শেষ পর্যন্ত ২১৮ রানে শেষ হয় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। ১২৭ বলে সাতটি চার ও এক ছয়ে ৯৫ রান করেন নাঈম। এ ছাড়া মোশাররফ ৪২ ও শরীফ ৩৪ রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকেরও। ২৬ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। তবে এরপর পাকিস্তানি রিক্রুট রাফাতুল্লাহ মোহাম্মদ ও আসিফ আহমেদ, সাদমান হোসেন ও জাকির হোসেনের দায়িত্বশীল ইনিংসে শেষ পর্যন্ত ২৮৪ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রাফাতুল্লাহ ১২৫ বলে করেন ১২৮ রান। ১০টি চার ও ছয়টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। বাকিদের মধ্যে আসিফ ৪৭ ও সালমান করেন ৩৩ রান। মোহাম্মদ শরীফ রূপগঞ্জের হয়ে তিনটি উইকেট নেন। সৈয়দ রাসেল, জালাল সাক্সেনা নেন একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক