রিজার্ভ ডে না থাকায় অসন্তুষ্ট শাহরুখ খান
রিভার্জ ডে নেই। এদিকে বৃষ্টির কারণে ম্যাচও থেমে আছে। শেষ পর্যন্ত খেলা না হলে কলকাতার বিদায় ঘণ্টা বেজে যাবে। শেষে ম্যাচটা অবশ্য শুরু হয় আর কলকাতা যখন ম্যাচটা জেতে ঘড়িতে সময় তখন প্রায় দেড়টা। দীর্ঘক্ষণ মাঠে বসে থাকা শাহরুখ খান বেশ বিরক্ত। কলকাতা জিতলেও শাহরুখের বিরক্তিটা পড়েনি। বাড়ি ফিরে টুইটারে নিজের বিরক্তিটা উগলে দেন কিং খান। জানিয়ে দেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ ডে রাখা উচিত ছিল টুর্নামেন্ট কমিটির।
টুইটারে শাহরুখ খান বলেন, ‘এবারের আইপিএল মৌসুমটা দারুণ ছিল। তবে আরেকটু ভালো হওয়ার দরকার ছিল যাতে বৃষ্টির কারণে অন্তত ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো পরিস্থিতি না হয়। প্লে অফের মতো ম্যাচে রিজার্ভ ডে রাখা উচিত ছিল।’
সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উঠে গেল কলকাতা নাইট রাইর্ডাস। এম চিন্নস্বামী স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। তবে দলীয় ১২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে দলটি। ফিরে যান ক্রিস লিন (৬), ইউসুফ পাঠান (০) ও রবিন উথাপ্পা (১)। এরপর অধিনায়ক গৌতম গম্ভীরের দায়িত্বশীল ১৯ বলে ৩২ রানে ভর করে জয় নিয়েই মাঠ ছাড়ে কলকাতা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এ ছাড়া উইলিয়ামসন ২৪ বিজয় শঙ্কর ২২ রান করেন। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে কলকাতা।

স্পোর্টস ডেস্ক