মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ
ত্রিদেশীয় সিরিজে দারুণভাবে ঝলসে উঠেছে মাহমুদউল্লাহর ব্যাট। আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচটিতে অপরাজিত ছিলেন ৪৩ রান করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও খেলেছেন ৫১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। এই দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই একটা মাইলফলক ছুঁয়ে ফেলতে পারবেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মাহমুদউল্লাহ। প্রয়োজন আর মাত্র ২৮ রান। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই হয়তো এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র চারজন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল। এর মধ্যে সাকিব (৪,৭৯৬) আর মুশফিক (৪,১৮৭) চলে গেছেন চার হাজারের ক্লাবে। আর ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা তামিম (৫,৩৩৮) পেরিয়ে গেছেন পাঁচ হাজার রানের মাইলফলক।
২০০৭ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১৩৯টি ম্যাচ। ৩৩.৩৯ গড়ে করেছেন ২,৯৭২ রান। তিন হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের ব্যাটিং গড়ই শুধু মাহমুদউল্লাহর চেয়ে বেশি—৩৪.৭৫। তিন হাজার রানের দ্বারপ্রান্তে আসার পথে মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন দুটি শতক ও ১৭টি অর্ধশতকের ইনিংস।

স্পোর্টস ডেস্ক