আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা সাব্বিরের
বিপিএলের শুরুটা দারুণভাবে করেছে সিলেট সিক্সার্স। নিজেদের মাঠে প্রথম দুটি ম্যাচের দুটিতেই জয় দিয়ে তারা দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। কিন্তু শুরুতেই বেশ বিতর্কও সৃষ্টি করেছেন দলের দুই তারকা নাসির হোসেন ও সাব্বির রহমান।
উদ্বোধনী ম্যাচে টস করতে ৬ মিনিট দেরি করায় সতর্ক করা হয়েছিল সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনকে। একদিন পর আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় জরিমানা গুনতে হয়েছে দলের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির গালি দিয়েছিলেন আম্পায়ার মাহফুজুর রহমানকে।
এ ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে আনা হয়েছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ। জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটি টাকার অঙ্কে প্রায় দেড় লাখ টাকা। শুধু জরিমানাই নয়, সাব্বিরের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে জাতীয় দলের এই ক্রিকেটারকে।
বিপিএলের গত মৌসুমেও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাব্বিরকে জরিমানা করা হয়েছিল ১২ লাখ টাকা।

স্পোর্টস ডেস্ক