বরখাস্ত হলেন ইতালির কোচ
বরখাস্ত হয়েছেন ইতালির কোচ জিয়ান পিয়েরো ভেনচুরা। ইতালিকে বিশ্বকাপে তুলতে না পারার খেসারত দিয়ে এভাবে বরখাস্ত হতে হলো তাঁকে। গত ৬০ বছরে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো ইতালি।
ইতালির ফুটবল ফেডারেশন একটা বিবৃতিতে জানিয়েছে, ভেনচুরা আর কাজ করবেন না কোচ হিসেবে। ভেনচুরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে ইতালির ফুটবল ফেডারেশনের এক সূত্র জানিয়েছে, ভেনচুরাকে বরখাস্তই করা হয়েছে।
গত সোমবার ইউরোপিয়ান প্লে-অফে সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি ইতালি। এর আগে ১৯৫৮ সালে এমন দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল ইতালিকে। সেবারই তারা শেষবারের মতো অংশ নিতে পারেনি বিশ্বকাপে।
চরম এই হতাশার মধ্যে কোচকে ধন্যবাদ জানানো বা ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর মতো বাক্যও খরচ করতে চায়নি ইতালির ফুটবল ফেডারেশন। সভাপতি কার্লোস তাভেচ্চিও সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তাঁকে বলেছি, আমাদের আর তাঁর প্রয়োজন নেই। আজ থেকে ইতালির কোনো কোচ নেই।’ এখন ফেডারেশন পরবর্তী কোচের সন্ধান করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তাভেচ্চি।
২০১৬ সালে ইতালির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ভেনচুরা। এক বছর যেতে না যেতেই তাঁকে পড়তে হয়েছে বরখাস্তের খাড়ায়। এর আগে তিনি পালন করেছেন ইতালির ছোট-বড় বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব।

স্পোর্টস ডেস্ক