বিপিএলে বাংলাদেশি পেসারদের দাপট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দারুণ চমক দেখিয়েছিলেন আবু হায়দার রনি। তরুণ এই পেসার সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন। সেবার তিনি ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা শিকারি হয়ে উঠেছিলেন। এবারের বিপিএলে তিনি যোগ দিয়েছেন ঢাকা ডায়নামাইটসে। গতবারের চ্যাম্পিয়ন দলটির হয়ে শুরু থেকেই দারুণ সাফল্য পাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। অবশ্য আসরে রনির চেয়েও উজ্জ্বল খুলনা টাইটানসের পেসার আবু জায়েদ রাহি। সাফল্য পাচ্ছেন সিলেট সিক্সার্সের পেসার আবুল হাসান ও চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদও।
চলমান বিপিএলে খুলনা টাইটানসের পেসার রাহি সবচেয়ে বেশি উজ্জ্বলতা ছড়াচ্ছে। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন সিলেট থেকে উঠে আসা এই পেসার। ১২ উইকেট নিয়ে এবারের আসরে শীর্ষে আছেন তিনি। তাঁর সেরা সাফল্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে, ৩৫ রানে চার উইকেট পাওয়া।

রাহির পরেই আছেন আরেক বাংলাদেশি পেসার আবু হায়দার। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ঢাকার এই পেসার রাজশাহী কিংসের বিপক্ষে ১১ রানে তিন উইকেট নিয়ে সেরা সাফল্য পান।
এ ছাড়া সিলেট সিক্সার্সের আবুল হাসান সাত ম্যাচে আট উইকেট নিয়ে পঞ্চম এবং চিটাগং ভাইকিংসের তাসকিন পাঁচ ম্যাচে সাত উইকেট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন।
সে তুলনায় বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব বড় কোনো সাফল্য পাচ্ছেন না। চলমান এই আসরে সেরা ব্যাটসম্যানদের শীর্ষ তিনজনই বিদেশি। চতুর্থ স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপেনার ইমরুল কায়েস। ছয় ম্যাচে ২০১ রান নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আর পঞ্চম স্থানে আছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ছয় ম্যাচে ১৮৯ রান ঝুলিতে পুরেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক