ভক্তদের আশ্বাস দিলেন মুশফিক
এবারের বিশ্বকাপে ‘চুনোপুঁটি’ বলে যে কাউকে অগ্রাহ্য করা যাবে না, সেটা শুরুতেই বুঝিয়ে দিয়েছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে তাই হালকাভাবে নেওয়ার উপায় নেই বাংলাদেশের। আফগানদের কাছে এশিয়া কাপে হারের তিক্ত অভিজ্ঞতার কারণে প্রিয় দলকে নিয়ে বরং বেশ শঙ্কিত বাংলাদেশের কোনো কোনো মানুষ। সেই শঙ্কার কথা হয়তো বাংলাদেশের ক্রিকেটাররাও অনুভব করতে পারছেন। তাই ফেসবুকের মাধ্যমে দেশের মানুষকে আশার বাণী শুনিয়েছেন মুশফিকুর রহিম। দলের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘এই বিশ্বকাপে আমরা ইতিমধ্যে দুর্দান্ত কিছু পারফরম্যান্স দেখেছি। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলগুলোর দারুণ পারফরম্যান্স অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষকে নাজেহাল করে দিয়েছে। বিশ্বের অনেক ক্রিকেট-অনুসারী বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে অঘটনের প্রত্যাশা করছেন। কিন্তু আমাদের অবশ্যই নিজেদের দলের ওপর আস্থা রাখতে হবে। আমাদের প্রতিভার ওপর বিশ্বাস রাখতে হবে।’
বিশ্বকাপের তৃতীয় দিনেই অঘটনের জন্ম দিয়েছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার উইকেটে জিতেছে ৩০৫ রানের দুরূহ লক্ষ্য তাড়া করে। মঙ্গলবার স্কটল্যান্ডও সহজ জয় পেতে দেয়নি স্বাগতিক নিউজিল্যান্ডকে। ১৪২ রানে গুটিয়ে গেলেও বল হাতে দারুণ লড়াই করেছে স্কটিশরা। শেষ পর্যন্ত তিন উইকেটের জয় পেয়েছে কিউইরা। অন্যদিকে জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচে হারিয়েছিল শ্রীলঙ্কাকে।

পার্থ প্রতীম দাস