'শততম ম্যাচে বাংলাদেশ থাকলে ভালো হতো'
২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাত্রা শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের। দীর্ঘ পথ পেরিয়ে আজ এই স্টেডিয়াম পূর্ণ করেছে শততম ওয়ানডের মাইলফলক। বিষয়টা যতটা ভালোলাগার, তার চেয়ে কম নয় আক্ষেপও। হোম অব ক্রিকেটে এমন মাইলফলকের দিনে নেই বাংলাদেশ। তাই নেই দর্শকদের আগ্রহও।
আজ বুধবার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই শেরেবাংলায় শততম ওয়ানডের মাইলফলক গড়েছে। তবে এমন দিনে বাংলাদেশ থাকলে ভালো হতো বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, 'শততম ওয়ানডেতে বাংলাদেশ নেই এটা ঠিক। তবে এমন নয় যে সূচিতে আমরা বাংলাদেশকে রাখতে পারতাম না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থাকলে ভালো হতো।'
তবে মিরপুরে শততম ম্যাচ নিয়ে ভাবনার চেয়ে বিসিবির কাছে গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় সিরিজ জেতা। তা নিয়েই এখন তাদের যত ভাবনা। বলেছেনও বিসিবি সভাপতি, 'এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ চলমান এই সিরিজ জেতা। বাংলাদেশ এখনো কোনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারেনি। এবার আমাদের সামনে সুযোগ এসেছে। এর আগে এশিয়া কাপে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল। এবার যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে বছরটা ভালোভাবে শুরু হবে। আমাদের মনোযোগ সেদিকেই।'
১৯৮০ সালে এই স্টেডিয়ামটি মূলত ফুটবরের জন্য নির্মাণ করা হয়েছিল। পরে ২০০৪ সালে বিসিবিকে বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সে থেকে এই মাঠে বাংলাদেশ খেলেছে ৮৩টি ম্যাচ। যার মধ্যে জিতেছে ৩৯টি ম্যাচে, হেরেছে ৪৩টি ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
এই মাঠে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসরও বসেছিল। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বসেছিল এই শেরেবাংলায়।

ক্রীড়া প্রতিবেদক