সানজামুলের অভিষেক, জায়গা হয়নি রাজ্জাকের
শ্রীলঙ্কা-বধে দলে স্পিন আধিক্য থাকবে, সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। চট্টগ্রামে শেষ পর্যন্ত তাই হয়েছে, তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয়েছে তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাককে দলে নেওয়া হলেও শেষ পর্যন্ত একাদশে রাখা হয়নি তাঁকে।
বাংলাদেশ একাদশে তিন স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত সানজামুল ইসলাম।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সানজামুলের অভিষেক হয়েছিল বেশ কিছুদিন আগেই; গত বছরের মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। স্বাগতিক দলের বিপক্ষেই প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত খেলেছেন তিনটি ওয়ানডে। সে ধারাবাহিকতায় এবার টেস্ট অভিষেক হয়েছে তাঁর।
সাকিব আল হাসানের চোটে সানজামুলের খেলার আশা জেগেছিল আগেই। কিন্তু হঠাৎ রাজ্জাককে দলে নেওয়ায় তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। চার বছর পর দলে ফিরলেও অভিজ্ঞ রাজ্জাককে এই ম্যাচের একাদশে রাখা হয়নি।
২০১৪ সালে চট্টগ্রামে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাজ্জাক। চার বছর পর সে দলের বিপক্ষেই আবার মাঠে ফিরবেন, সেটা ধরে নেওয়া হলেও টিম ম্যানেজমেন্ট এখনই তাঁকে বিবেচনা করেনি হয়তো ফিটনেসের কথা ভেবেই।
অবশ্য রাজ্জাকের টেস্ট ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র ২৩ উইকেটে নিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খুবই ভালো। কদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে নতুন কীর্তি গড়েছিলেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি এই স্পিনার।

ক্রীড়া প্রতিবেদক