ভারতকে হারিয়েও বাংলাদেশের হতাশা

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতেই জিততে হতো বাংলাদেশকে। ভারতকে সহজে ৭ উইকেটে হারিয়েছেও স্বাগতিক দল। কিন্তু আইসিআরসি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। শারীরিক প্রতিবন্ধীদের পাঁচ দলের এই প্রতিযোগিতায় আফগানিস্তানকে তিন রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
আগামী বৃহস্পতিবার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনালের দুই দলই লিগ পর্বে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। আলম খান (৩/২৩) ও ধ্রুপম পত্রনবীশ তীর্থর (২/১৫) দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১১৫ রানের বেশি করতে পারেনি ভারত।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন কুনাল। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আনসুলের।
জবাবে আট বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার আমিনউদ্দিনের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাহরিয়ার শামীম।