বলের আঘাতে আম্পায়ার আহত
১৯৯৮ সালের কথা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার মেহরাব হোসেন অপির একটি শটে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন আবাহনী লিমিটেডের ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনে চলে গেছেন না ফেরার দেশে।
ক্রিকেট মাঠে ব্যাটসম্যান দ্বারা ফিল্ডার বা বোলার দ্বারা ব্যাটসম্যানের আঘাত পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে ব্যাটসম্যান দ্বারা আম্পায়ার আঘাতপ্রাপ্ত হয়েছেন।
মঙ্গলবার ভারতের তামিলনাড়ুতে স্বাগতিক দল ও পাঞ্জাব মুখোমুখি হয়েছিল। পাঞ্জাবের ব্যাটসম্যান রাজবিন্দর সিংয়ের একটি স্ট্রেট ড্রাইভে আঘাত পান অস্ট্রেলীয় আম্পায়ার জন ওয়ার্ড। তীব্র গতিতে ধেয়ে আসা বল থেকে বাঁচতে মাথা নিচু করে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে রক্ষা পাননি, তাঁর মাথার পেছনে গিয়ে লাগে বল।
সঙ্গে-সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান ওয়ার্ড। তাঁকে তামিলনাড়ুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চোট গুরুতর হলেও ওয়ার্ডের অবস্থা এখন স্থিতিশীল।