মুস্তাফিজকে নিয়ে বিসিবির ‘বিশেষ পরিকল্পনা’
গত বছর অভিষেক হলেও এরই মধ্যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার। সামনেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে এই দুটি প্রতিযোগিতার জন্যই পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না-ও খেলা হতে পারে এই বাঁহাতি পেসারের। একটানা খেলার কারণে ক্লান্ত হয়ে পড়তে পারেন, এমন আশঙ্কায় ২০ বছর বয়সী মুস্তাফিজকে পিএসএলে খেলার অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পিএসএল। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার একদিন পর থেকেই শুরু হবে এশিয়া কাপ। ৬ মার্চ এশিয়া কাপ শেষ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে রওনা দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। পিএসএলের আগে ১৫ থেকে ২২ জানুয়ারির মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচও খেলতে হবে বাংলাদেশকে।
এত কম সময়ের ব্যবধানে এতগুলো ম্যাচ খেলার ধকল মুস্তাফিজ সামলাতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত বিসিবি। তাঁকে পিএসএল থেকে দূরে রাখার পরিকল্পনা করছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর বক্তব্য, ‘মুস্তাফিজ একজন তরুণ প্রতিভা। তাই আমরা তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না। তার বয়স বিবেচনা করে আমাদের দেখতে হবে যে সে একসঙ্গে এতগুলো ম্যাচ খেলার চাপ নিতে পারবে কি না। পিএসএলের পর আমাদের বেশ কিছু টি-টোয়েন্টি খেলতে হবে। পাকিস্তানে টুর্নামেন্টে খেলার জন্য মুস্তাফিজকে অনানুমতিপত্র দেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে আমাদের।’
মুস্তাফিজকে পিএসএলে খেলতে না দেওয়ার পেছনে আরেকটি কারণ থাকারও গুঞ্জন শোনা যাচ্ছে। পিএসএলে খেললে অনেকেই, বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটাররা খুব কাছ থেকে দেখতে পারবেন মুস্তাফিজের বোলিং। আর তাহলে অনেকেই হয়তো বুঝে ফেলবেন তাঁর বোলিংয়ের ধরন ও বৈচিত্র্য।
মুস্তাফিজ ছাড়াও সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পিএসএলে খেলার কথা।

স্পোর্টস ডেস্ক