শান্তর ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের
মেঘ জমেছিল। শঙ্কা ছিল অল্প রানে গুটিয়ে যাওয়ার। কিন্তু সেখান থেকে টেনে তুললেন নাজমুল হোসেন শান্ত। তাঁর অপরাজিত ১১৩ রানের সুবাদে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ২৫৬ রান করেছে বাংলাদেশ।
আগের ম্যাচে ৭৩ রান করে সাজঘরে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার বেদনাই বলতে হবে। আজ সেটা ঘোচানোর সুযোগ পেয়ে কাজে লাগালেন। শতক করে দর্শককে নিজ প্রতিভার জানান দিলেন।
মাত্র ১৭ রানে ২ উইকেট খুইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বড় বিপদে ফেলেছিল স্কটল্যান্ড। গত ম্যাচে নৈপুণ্য দেখানো দুই ব্যাটসমস্যান পিনাক ও জয়রাজকে প্যাভিলিয়নের পথ ধরিয়ে পথের দুই কাঁটা সরিয়েছিল স্কটিশরা। স্বপ্ন দেখছিল আরো ভালো কিছু করার।
কিন্তু স্কটিশদের সুসময়ে বাধার দেয়াল হয়ে দাঁড়ান সাইফ ও শান্ত। তাঁদের ব্যাটিং দৃঢ়তায় এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হয়ে যান সাইফ। দলীয় রান তখন ৩ উইকেটে ১১৮। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে শত রানের জুটি গড়েন শান্ত। দলীয় ২১৮ রানে ফিরে যান মিরাজ। চতুর্থ উইকেটের পতনের পর ২২৬ রানে পতন হয় পঞ্চম উইকেটের। সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন হয় ২৪৪ রানে। মোহাম্মদ গাফফারের বলে আউট হন সাঈদ সরকার। পরে আর ১২ রান যোগ করে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ।
কক্সবাজারে চলমান ম্যাচটিতে জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশ যেকোনো মূল্যে চায় জয়। আর প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারা স্কটিশরাও দেখছে ম্যাচ জয়ের স্বপ্ন।