পিএসএল থেকে তামিমের আবেগঘন বিদায়
ছয় ম্যাচে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান, তিনটি ফিফটি, দুবার ম্যাচসেরার পুরস্কার— পিএসএল বা পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে তামিম ইকবালের দুর্দান্ত পারফরম্যান্স। আপাতত তিনিই পেশোয়ার জালমির সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু এমন চমৎকার পারফরম্যান্সের পরও পিএসএলের পুরোটা খেলতে পারছেন না বাংলাদেশের তারকা ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাঁকে যেতে হচ্ছে ব্যাংককে। বিদায়বেলায় পেশোয়ার জালমির ভালোবাসা পেয়ে তামিম আবেগাপ্লুত।
শুধু পিএসএলের বাকি অংশ নয়, আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম। দুবাই থেকে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তিনি। শনিবারই তাঁর ব্যাংককের পথে রওনা দেওয়ার কথা।
ছেলেবেলা থেকেই তামিমের প্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। ঘটনাচক্রে আফ্রিদি পেশোয়ার জালমির অধিনায়ক। স্বাভাবিকভাবেই প্রিয় ক্রিকেটারের নেতৃত্বে খেলতে পেরে তামিম দারুণ খুশি। আগামীতে এই দলের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েই দুবাই থেকে ফিরেছেন তিনি।
পেশোয়ারের দলটির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন তামিম। টুইটারে তিনি লিখেছেন, ‘পেশোয়ার জালমির প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। দুর্দান্ত অভিজ্ঞতা হলো আমার। প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছি। প্লে-অফের জন্য শুভকামনা রইল। আবার আগামী বছর দেখা হবে।’
শুক্রবার পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে পেশোয়ার জালমির প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে তামিমের দল।

স্পোর্টস ডেস্ক