এশিয়া কাপে নেই মোহাম্মদ সামি
চোটপ্রবণ মোহাম্মদ সামি আবার চোট আক্রান্ত। তাই দলে সুযোগ পেয়েও এশিয়া কাপে খেলতে পারছেন না ভারতের এই পেসার।
গত বছর বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন সামি। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবে গত মাসে অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পেয়েছিলেন। যদিও খেলতে পারেননি একটি ম্যাচও। প্র্যাকটিসে পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় সফরের শুরুতেই ফিরে এসেছিলেন দেশে।
পুরোপুরি সেরে না উঠলেও সামিকে এশিয়া কাপের দলে রেখেছিলেন ভারতের নির্বাচকরা। তবে এশিয়ার সেরা টুর্নামেন্ট শেষ হওয়ার আগে তাঁর পক্ষে শতভাগ ফিটনেস ফিরে পাওয়া সম্ভব নয়। তাই তাঁর বদলে নেওয়া হয়েছে আরেক পেসার ভুবনেশ্বর কুমারকে।
এশিয়া কাপে না হলেও মার্চ-এপ্রিলে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামিকে খেলাতে আগ্রহী ভারত। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘মোহাম্মদ সামি যে ২০১৬ সালের এশিয়া কাপ খেলতে পারবে না, তা বিসিসিআইর চিকিৎসক দল নিশ্চিত করেছে। বাম হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে তাকে আরো সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্পোর্টস ডেস্ক