টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই নারী আম্পায়ার
আগে কখনো যা হয়নি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে সেটাই। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলা পরিচালনা করবেন দুই নারী আম্পায়ার।
দুজন খেলা পরিচালনার সুযোগ পেলেও ইতিহাসের পাতায় সবার আগে নাম উঠবে নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রসের। ১৬ মার্চ চেন্নাইয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেটারদের লড়াইয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন ভারতের অনিল চৌধুরী।
নারী বিশ্বকাপের বাছাইপর্বেও আম্পায়ার ছিলেন ক্যাথলিন। তাঁর আরেকটি কৃতিত্বও আছে। ২০১৪ সালে প্রথম নারী হিসেবে আইসিসির আম্পায়ার প্যানেলে জায়গা করে নিয়েছিলেন তিনি।
ক্যাথলিন ইতিহাস গড়ার দুই দিন পর মাঠে নামবেন ক্লেয়ার পোলোস্যাক। ১৮ মার্চ মোহালিতে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের নারী ক্রিকেটারদের ম্যাচে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই আম্পায়ারকে। সেদিন আম্পায়ারের দায়িত্বে ক্লেয়ারের সঙ্গী হবেন ভারতের বিনীত কুলকার্নি।
ভারতে ৮ মার্চ শুরু হয়ে ৩ এপ্রিল শেষ হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৩১ জন আম্পায়ার।

স্পোর্টস ডেস্ক