‘বাংলাদেশ শুধু দল নয়, একটা পরিবার’
বুধবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ জিততে পারলে জন্মদিনটা দারুণভাবে উদযাপন করতে পারতেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত ৪৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলেও সৌম্যর জন্মদিনটা অবশ্য ঠিকই উদযাপন করেছেন সতীর্থরা। মুশফিক-মাশরাফিরা যে তাঁর জন্মদিনটা এভাবে উদযাপন করার পরিকল্পনা করেছিলেন, তা দেখে অবাক হয়ে গেছেন সৌম্য নিজেও। সেই ভালোলাগার অনুভূতি নিয়েই আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
এশিয়া কাপের শুরুটা জয় দিয়ে করতে পারলে অনেক ধুমধাম করেই হয়তো জন্মদিন উদযাপন করতে পারতেন সৌম্য। তবে তার পরও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। টিম হোটেলে জন্মদিন উদযাপন করার ছবি পোস্ট করেছেন ফেসবুকে। লিখেছেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। রবি ও সতীর্থদের অনেক ধন্যবাদ, আমাকে এভাবে চমকে দেওয়ার জন্য। এটা শুধু একটা দল নয়, এটা একটা পরিবার। আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদেরও অনেক ধন্যবাদ। আমাকে ও আমার দলের পাশে থাকুন।’
টিম হোটেলে সৌম্যর জন্মদিন উদযাপনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটার। অধিনায়ক মাশরাফি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে মজা করেছেন সৌম্যর সঙ্গে। তরুণ এই ক্রিকেটারের মুখে ভালোমতো মাখিয়ে দিয়েছেন কেক। এই মধুর স্মৃতিগুলো সঙ্গে নিয়েই শুক্রবার আরব আমিরাতের মুখোমুখি হতে যাচ্ছেন সৌম্য। ভালো নৈপুণ্য দেখাতে পারলে জন্মদিন উদযাপনের আমেজটা আরো দীর্ঘায়িত করতে পারবেন এই বাঁহাতি ওপেনার।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ এক ক্যাচ ধরে রোহিত শর্মাকে সাজঘরমুখী করেছিলেন সৌম্য। ব্যাট হাতেও শুরুটা করেছিলেন ভালোভাবেই। কিন্তু ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি। আউট হয়ে গেছেন ১১ রান করে।