পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশ একাদশ?
এশিয়া কাপ থেকে মুস্তাফিজুর রহমান ছিটকে পড়ায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তাঁর জায়গায় দলে ফেরা ওপেনার তামিম ইকবাল একাদশে ফিরছেন, তা নিশ্চিত করেই বলা যায়। তবে ওপেনিংয়ে তাঁর সঙ্গী কে হবেন, এ নিয়েও হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে।
ওপেনিংয়ে বেশ কিছুদিন ধরেই তামিমের সঙ্গী সৌম্য সরকার। এই জুটির সাফল্যও কম নয়। কিন্তু এই এশিয়া কাপে সৌম্য খুব একটা সাফল্য পাচ্ছেন না।
বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, সৌম্যের ওপর নির্বাচকদের আস্থাটা এখনো বেশি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এ দুজনেই উদ্বোধনী ব্যাট করতে নামতে পারেন।
সে ক্ষেত্রে মোহাম্মদ মিথুনকে জায়গা ছেড়ে দিতে হতে পারে। ওপেনিংয়ে জায়গা ছেড়ে দিলে একাদশে থাকবেন তিনি? এটাও এখন একটা প্রশ্ন। কেউ কেউ বলছেন, দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।
মিথুন একাদশে না থাকলে জায়গা পাবেন কে? অবশ্য এই ক্ষেত্রে জোরেশোরেই অলরাউন্ডার নাসির হোসেনের নাম শোনা যাচ্ছে। সে সঙ্গে আসছে বিপিএল মাতানো ওপেনার আবু হায়দার রনির নামও। চারজন পেসার খেলানো হলে সে ক্ষেত্রে দলে আসবেন রনি। আর নাসির যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে বেশ পটু, তাই নামটা আসছে সবার আগেই।
অবশ্য পিচ দেখেই শেষ পর্যন্ত দল নির্বাচন করা হবে। তবে এই একাদশ দেখার জন্য অপেক্ষা করতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদক