অপরাজিত থেকেই ফাইনালে ভারত
এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে জয়ের পরই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা ছিল শুধুই সৌজন্য রক্ষার। দারুণ ফর্মে থাকা ভারতের কাছে যে আমিরাত পাত্তা পাবে না, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। সেই অনুমান মিথ্যা প্রমাণিত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার মতো নৈপুণ্য দেখাতে পারেননি আমিরাতের ক্রিকেটাররা। ৯ উইকেটের সহজ জয় দিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ভারতকে ৮২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল আমিরাত। ১০.১ ওভার ব্যাটিং করেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে ভারত। প্রথম ছয় ওভারের মধ্যে ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করে ফেলেছিলেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারের শেষ বলে তাঁকে সাজঘরে ফিরতে হলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি আরেক ওপেনার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংয়ের। ধীরস্থির ব্যাটিং করে ২০ বলে ১৬ রান করেছেন ধাওয়ান। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ।
এর আগে আমিরাতের পক্ষে প্রায় একাই লড়াই করেছিলেন সাইমান আনোয়ার। দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৪৮ বলে ৪৩ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের পক্ষে দারুণ বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার ও হরভজন সিং। চার ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। হরভজন একটি উইকেট পেয়েছেন ১১ রানের বিনিময়ে।

স্পোর্টস ডেস্ক