মিরপুরের প্রশংসায় হার্শা ভোগলে!
ঢাকায় আসার দিন যানজট নিয়ে হাস্যরস করেছিলেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। আজ সেই ঢাকারই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের প্রশংসায় তিনি পঞ্চমুখ।
আজ রোববার সন্ধ্যার দিকে প্রবল ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ভেসে যায় মিরপুর আর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। দূরে বসে তাই খেয়াল করছিলেন হার্শা ভোগলে। একই সঙ্গে মাঠের ছবি তুলে মন্তব্য করছিলেন টুইটারে।
বৃষ্টি থামার পর মাঠকর্মীদের কাজ ও মাঠের ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন হার্শা ভোগলে। বৃষ্টি থামার পরই নিমিষেই মাঠে জমা পানি উধাও হয়ে যায়। এ ব্যাপারটিই মুগ্ধ করে ভারতীয় এ ধারাভাষ্যকারকে।
হার্শা ভোগলে টুইট করেন, মাঠকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে কাজ করছেন। তিনি আরো লেখেন, মাঠের পানিনিষ্কাশন ব্যবস্থা অসাধারণ। এর কিছুক্ষণ পর দেওয়া টুইটে তিনি লেখেন, মাঠের অবস্থা দারুণ, কেউ কল্পনাও করতে পারেনি।

অনলাইন ডেস্ক