ভারতকে ১২১ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই। বৃষ্টিবিঘ্নিত এশিয়া কাপ ফাইনালের দৈর্ঘ্য অবশ্য কমিয়ে আনা হয়েছে ১৫ ওভারে। ভারতের বিপক্ষে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতের সামনে ছুঁড়ে দিয়েছেন ১২১ রানের চ্যালেঞ্জ। ভারতকে ১২০ রানের কমে আটকে ফেলতে পারলেই প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারবে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ২৩ বলে ২৭ রান জমা করে শুরুটা ভালোভাবে করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুই ওপেনারের কেউই অবশ্য লম্বা ইনিংস খেলতে পারেননি। চতুর্থ ওভারে সৌম্য আউট হয়েছিলেন ১৪ রান করে। পরের ওভারে তামিম ফিরেছেন ১৩ রান করে। তবে তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। দশম ওভারে ১৬ বলে ২১ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন সাকিব। পুরো এশিয়া কাপ জুড়ে দারুণ নৈপুণ্য দেখানো সাব্বির ও মাহমুদউল্লাহ আজও জ্বলে উঠেছিলেন ব্যাট হাতে। ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। সাব্বির অপরাজিত ছিলেন ৩২ রান। ষষ্ঠ উইকেটে তাঁদের ২০ বলে ৪৫ রানের ঝড়ো জুটির সুবাদেই স্কোরবোর্ডে ১২০ রান জমা করেছে বাংলাদেশ।
প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একেবারেই বেহাল দশা হয়েছিল। বাংলাদেশ-ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে কি হবে না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে আশার কথা খেলা শুরু হচ্ছে রাত সাড়ে ৯ টায়। ম্যাচ হবে ১৫ ওভারের। প্রত্যেক বোলার বল করতে পারবেন সর্বোচ্চ তিন ওভার। পৌনে নয়টায় মাঠ পরিদর্শন শেষে এই ঘেষাণা দিয়েছিলেন ম্যাচ রেফারি।
দুইটি পরিবর্তন এনে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দলে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন ও বাঁহাতি পেসার আবু হায়দার রনি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি

স্পোর্টস ডেস্ক