জিম্বাবুয়েকে উড়িয়ে সুপার টেনে আফগানিস্তান
বাছাইপর্বে আরব আমিরাতের কাছে হেরে যাওয়ায় এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি আফগানিস্তানের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াইয়ে ঠিকই জায়গা করে নিয়েছে তারা। জিম্বাবুয়েকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টেনে খেলা নিশ্চিত করেছেন আফগানরা।
তিন ম্যাচের তিনটিতেই জিতে বাছাইপর্বের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। সুপার টেনের এক নম্বর গ্রুপে তারা খেলবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৮৭ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই ঝড় তুলতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ১৭ রান এসেছে নয় নম্বরে নামা তিনাশে পানিয়াঙ্গারার ব্যাট থেকে। ১১ রানে তিন উইকেট নিয়েছেন লেগস্পিনার রশিদ খান। ১১ রানেই ফাস্ট বোলার হামিদ হাসানের শিকার দুটি।
এর আগে মোহাম্মদ নবীর ৫২ ও সামিউল্লাহ শেনওয়ারির ৪৩ রানের দুটো আক্রমণাত্মক ইনিংস ছয় উইকেটে ১৮৬ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছিল আফগানিস্তানকে। ৩২ বলের চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নবীর হাতে।

স্পোর্টস ডেস্ক