যাঁরা হয়ে উঠতে পারেন বাংলাদেশের হুমকি

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস; টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এই দুই দলকে নিয়েই চিন্তিত ছিলেন বাংলাদেশের সমর্থকরা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ওমান যে হুমকি হয়ে উঠতে পারে, তা কারো কল্পনাতেও আসেনি। কিন্তু শেষমুহূর্তে এই ওমানই দাঁড়িয়ে গেছে বাংলাদেশের মূল পর্বে যাওয়ার বাধা হিসেবে। মূল পর্বে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে ওমানের বিপক্ষেই লড়তে হবে মাশরাফিদের।
বাছাইপর্বের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল ওমান। উত্তেজনাপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল দুই উইকেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অবশ্য তাদের খেলতে হয়নি বৃষ্টির কল্যাণে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওমান যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশের জন্যও হুমকি হয়ে উঠতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার।
ওমানের বিপক্ষে এবারই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অজানা-অচেনা প্রতিপক্ষ নিয়ে তাই হয়তো বাড়তি সতর্কই থাকবেন মাশরাফিরা। ব্যাট ও বল হাতে হুমকি হয়ে ওঠার মতো বেশ কয়েকজন খেলোয়াড়ও আছেন ওমান শিবিরে।
প্রথমেই বলতে হয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় আমির আলীর কথা। ৩৭ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার ওমানকে দারুণভাবে জিতিয়ে দিয়েছিলেন প্রায় হেরে যাওয়া ম্যাচটা। ১৫তম ওভারের শুরুতে আমির যখন উইকেটে আসেন, তখন ওমানের প্রয়োজন ছিল ৩৬ বলে ৬৫ রান। চাপের মুখে ১৭ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ওমানের প্রথম সারির তিন ব্যাটসম্যান জিসান মাকসুদ, খাউয়ার আলী ও জতিন্দর সিংও আয়ারল্যান্ডের ম্যাচে দেখিয়েছিলেন দারুণ নৈপুণ্য। শুরু থেকেই দুই ওপেনার জিসান ও আলিকে দেখা গেছে আগ্রাসী ব্যাটিং করতে। আর দ্রুত বেশ কয়েকটি উইকেট পতনের পর দারুণভাবে দলের হাল ধরেছিলেন জতিন্দর।
ওমানের পক্ষে বল হাতে জ্বলে উঠতে পারেন বাঁ-হাতি স্পিনার অজয় লালচেতা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোনো উইকেট না পেলেও ৪ ওভার বল করে দিয়েছিলেন ২৪ রান। ছিল একটি মেইডেন ওভারও। ডানহাতি পেসার মুনিস আনসারিও যে ব্যাটসম্যানদের নাজেহাল করার ক্ষমতা রাখেন, তা টের পাওয়া গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। সেদিন ৪ ওভার বল করে আনসারি নিয়েছিলেন তিনটি উইকেট।
তবে এসব হিসাব বিবেচনায় আসবে বাংলাদেশ-ওমান ম্যাচটি মাঠে গড়ালে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হবে কি না, সেই আশঙ্কা এখনো আছে বেশ ভালোভাবেই। ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হতে পারেনি নির্ধারিত সময়ে। রাতে পরের ম্যাচের সময়ও আছে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির বাধায় ম্যাচটি শেষপর্যন্ত পণ্ড হয়ে গেলে রান রেটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে মূল পর্বের টিকেট পেয়ে যাবে বাংলাদেশ।