শতকের আক্ষেপও ঘোঁচালেন তামিম
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের একটি শতকের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। তামিম ইকবালের ৮৮ রানের ইনিংসটি দীর্ঘদিন ধরে ছিল বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ হিসেবে। আজ ওমানের বিপক্ষে সেই তামিমই ঘোঁচালেন আক্ষেপটি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার ম্যাচে তামিম জন্ম দিলেন আরেক প্রথমের। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে খেললেন শত রানের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই তামিম আছেন দারুণ ফর্মে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৫৮ বলে ৮৩ রান করে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও খেলেছিলেন ২৬ বলে ৪৭ রানের বিস্ফোরক ইনিংস। আজ ওমানের বিপক্ষে নিজেকে আরো উঁচুতে নিয়ে গেলেন এই বাঁ-হাতি ওপেনার। প্রথমে ১১ রান করেই স্পর্শ করেছিলেন টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক। তারপর পুরো ম্যাচেই দারুণ ব্যাটিং করে খেললেন ৬৩ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি শতক করার পথে তামিম মেরেছেন ১০টি চার ও ৫টি ছয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তামিম খেললেন প্রথম শতরানের ইনিংস।