যা ঘটে গেছে, তা অনাকাঙ্ক্ষিত : সাব্বির
শেষ ওভারে বল বাকি ছিল তিনটি। রান দরকার ছিল দুই। প্রথমে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম। হার্দিক পান্ডের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
এরপর বাকি ছিল দুই বল। রান দরকার দুই। উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলার ক্রিকেটপ্রেমী কোটি কোটি দর্শক স্বপ্ন দেখেছিলেন জয়ের। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে রিয়াদও প্যাভিলিয়নের পথ ধরলেন। এরপর শুভাগত হোম উইকেটে গিয়ে বল স্পর্শই করতে পারলেন না। ফলাফল হলো এক রানের হার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত রাতের সুপার টেনের ম্যাচে হারতে বসা ভারত এক রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। তীরে এসেও তরী ডুবে বাংলাদেশের।
এমন পরাজয় মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। তারা এটিকে অবিশ্বাস্য, হতাশাজনক, অনাকাঙ্ক্ষিত বলছেন। সেই দলে আছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা সাব্বির রহমান রুম্মানও। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হারকে অনাকাঙ্ক্ষিত বলেছেন।
সাব্বির বলেন, ‘যা ঘটে গেছে, তা অনাকাঙ্ক্ষিত। যেটা আমরা কেউই প্রত্যাশা করিনি। আমরা সব সময় জয়ের জন্যই খেলি। তবে যাই হোক, পরবর্তী ম্যাচে আমরা ভালোভবে ফিরব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।’