মাশরাফিদের আইসিসির জরিমানা
এমনিতেই ভারতের কাছে মাত্র এক রানে হেরে কারো মন-মেজাজ ভালো নেই। তার ওপরে আরেকটি খারাপ খবর। ভারতের বিপক্ষে ‘স্লো ওভার রেট’ বা ধীরগতির বোলিংয়ের কারণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়কে জরিমানা করেছে আইসিসি।
বেঙ্গালুরুতে গত বুধবারের আক্ষেপভরা ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করতে পেরেছিল বাংলাদেশ। শাস্তিটা সে কারণেই। আইসিসির আচরণবিধি অনুযায়ী, ব্যাটিং করা দলের প্রতিপক্ষ নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারলে সেই দলের প্রত্যেক খেলোয়াড়কে জরিমানার অঙ্ক গুনতে হয়। অধিনায়কের ক্ষেত্রে এক ওভারের জন্য শাস্তিটা ম্যাচ ফির ২০ শতাংশ। বাকি খেলোয়াড়দের ক্ষেত্রে তা ১০ শতাংশ।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রড ধীরগতির বোলিংয়ের জন্য মাশরাফিকে ২০ আর বাংলাদেশের অন্য খেলোয়াড়দের ১০ শতাংশ করে জরিমানা করেছেন। মাশরাফি তাঁর দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।