কোহলির নতুন বান্ধবী!

নতুন বান্ধবী এসেছে বিরাট কোহলির জীবনে! ভাবছেন আনুশকা শর্মার পর এ আবার নতুন কে? জেনে রাখুন কোহলির নতুন এই বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার খুশিতে একেবারে ফেসবুকে-টুইটারে ছবি পোস্ট করে একাকার অবস্থা। আর কোহলির ভক্তরাও খুব খুশি প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে নতুন বান্ধবীর ছবি দেখতে পেয়ে।
অবাক হচ্ছেন কি? আপনার বিস্ময় আরো মাত্রা ছাড়াবে যখন জানবেন, ভারতের এই ক্রিকেট সেনসেশনের এই বান্ধবীর বয়স মাত্র এক বছর। আর এই নতুন বান্ধবীর সাথে ছবি পোস্ট করে কোহলি লিখেছেন- ‘আমার সবচাইতে মিস্টি বান্ধবীর সাথে।’
এবার নিশ্চয়ই কোহলির এই মিস্টি বান্ধবীটির পরিচয় জানতে চাইবেন। এই ‘ছোট্টপরীটি’ হলো ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা। ছোট্ট জিভার সঙ্গে যখন দেখা হয় কোহলির, তখন স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে মিষ্টি ছবিটি ক্লিক করা হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।