আইসিসির সেরা দলে মুস্তাফিজ দ্বাদশ!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স হয়তো খুব একটা ভালো ছিল না, তবে ব্যক্তিগত কিছু অর্জন প্রশংসারই দাবি রাখে। ব্যাটহাতে ওপেনার তামিম ইকবাল হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক; আর বল হাতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছিলেন সেরাদের তালিকায়।
অথচ এঁদের একজনও নেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে! অবাক করার মতো বিষয় হচ্ছে, সোমবার আইসিসির ঘোষিত এই তালিকায় মুস্তাফিজ আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে! তবে ভারতীয় পেসার আশীষ নেহরা সেরা একাদশেই আছেন পেসার হিসেবে।
প্রশ্ন উঠেছে, আইসিসির দলটির অধিনায়ক নির্বাচন নিয়েও। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এই আসরে ব্যাটসম্যান হিসেবে সফল হলেও তিনি অধিনায়ক ছিলেন না। অথচ এই সেরা একাদশের নেতা করা হয়েছে কোহলিকেই!
এই আসরে বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল ২৯৫ রান করে সেরা সংগ্রাহক হন। তা ছাড়া তাঁর দারুণ একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও রয়েছে।
আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলা হাতে ১০ উইকেট নিয়ে চারজনের সঙ্গে যৌভাবে তৃতীয় স্থানে আছেন। শুধু বল হাতেই নয়, ব্যাটহাতেও এই আসরে বেশ সফল তিনি। ১২৯ রান করে সেরা বিশজনে মধ্যে আছেন তিনি।
সাফল্য কম নয় তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুরেরও। মাত্র তিন ম্যাচে নয় উইকেট নিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে। আর সাব্বির ১৪৭ রান করে সেরা দশের মধ্যে আছেন। অথচ এঁদের কেউই নেই সেরা একাদশে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা একাদশ : জেসন রয় (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), স্যামুয়েল বাদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), আশিষ নেহরা (ভারত)।
দ্বাদশ : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।


ক্রীড়া প্রতিবেদক