বার্সেলোনার স্বস্তির জয়
স্প্যানিশ লা লিগায় একই দিনে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার বাংলাদেশ সময় বিকেলে ক্রিস্টিয়ানো রোনালদোর পাঁচ গোলে গ্রানাদাকে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আর গভীর রাতে বার্সেলোনা অতিকষ্টে জিতেছে সেল্তা ভিগোর বিপক্ষে, ১-০ গোলে।
তবে কষ্টে হোক বা সহজে, জয় মানেই তিন পয়েন্ট। আর এই তিন পয়েন্টের সুবাদে লিগের শীর্ষে আরো মজবুত অবস্থানে বার্সা। শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে চলা কাতালানদের পয়েন্ট ৭১। ৬৭ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। কর্দোবাকে ২-০ গোলে হারানো গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করা ভ্যালেন্সিয়া চতুর্থ স্থানে আছে ৬১ পয়েন্ট নিয়ে।
ডান পায়ের চোট থেকে সেরে উঠে পুরো ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তবে সেল্তার মাঠে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার তেমন সুবিধা করে উঠতে পারেননি। বার্সেলোনাও অবশ্য তেমন ভালো খেলতে পারেনি।
প্রথমার্ধে প্রাধান্য ছিল স্বাগতিক দলের। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি সেল্তা।
বিরতির পর গা-ঝাড়া দিয়ে ওঠে আক্রমণে মন দেয় বার্সা। তার সুফল আসে ৭৩ মিনিটের সময়। জাভির ফ্রি-কিক থেকে জেরেমি ম্যাথিউর চমৎকার হেড জয়সূচক গোল এনে দেয় অতিথিদের। দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ২-১ গোলের জয়েও প্রথম গোল করেছিলেন এই ফরাসি ডিফেন্ডার।
৮৭ মিনিটে সার্জিও বুস্কেতসকে অযথা ঘাসের টুকরো ছুড়ে মেরে লাল কার্ড দেখেন সেল্তার মিডফিল্ডার ফাবিয়ান ওরিয়ানা। স্বাগতিকদের তাই খেলা শেষ করতে হয় ১০ জন নিয়ে।