আর্জেন্টিনার জয়ের দিনে মেসির রেকর্ড

একের পর এক নতুন রেকর্ড গড়াকে যেন অভ্যাসই বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সি গায়ে গোলস্কোরিং রেকর্ডের প্রায় সবকিছুই নিজের দখলে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জিতে চলেছেন একের পর এক শিরোপা। জাতীয় দলের হয়ে অবশ্য এখনো খুব বেশি সফলতা পাননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে ব্যক্তিগতভাবে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। ভেনেজুয়েলার বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গোল করে একটি রেকর্ড স্পর্শ করে ফেলেছেন মেসি।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি দীর্ঘদিন ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগে ৫৪টি গোল করেছিলেন ‘বাতিগোল’ খ্যাত এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করে মেসি ছুঁয়ে ফেলেছেন বাতিস্তুতাকে। আর একটি গোল করলেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিতে পারবেন মেসি।
বাতিস্তুতার এই রেকর্ড যে একসময় মেসির দখলে চলে যাবে, তা জানাই ছিল। তবে তিনি যে কোপা আমেরিকার এবারের আসরেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতেও পারেননি মেসি। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নেমেই করেছিলেন হ্যাটট্রিক। অনেকখানি এগিয়ে গিয়েছিলেন বাতিস্তুতার রেকর্ডের কাছে। আর আজ ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করেই স্পর্শ করে ফেলেছেন রেকর্ডটি।
আর্জেন্টিনার জার্সি গায়ে এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়ের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি আছেন সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইন। ৭৬টি ম্যাচ খেলে আগুয়েরো করেছেন ৩৩ গোল। আর ৬১ ম্যাচ খেলে হিগুয়েইন করেছেন ২৮ গোল।