রবি শাস্ত্রীকে একহাত নিলেন গম্ভীর

ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামছেই না। সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী কোচের পদের জন্য একজন প্রার্থী ছিলেন। কিন্তু কোচ হতে না পেরে তিনি দায়ী করছেন সৌরভ গাঙ্গুলীকে। ভারতীয় দলের সাবেক অধিনায়ককে তিনি নানাভাবে আক্রমণও করে আসছেন।
শুধু তাই নয়, নিজেকে সফলও দাবি করে আসছেন ভারতীয় দলের সাবেক টিম ডিরেক্টর। তাঁর সময়ে নাকি টিম ইন্ডিয়া দারুণ সাফল্য পেয়েছে। কিন্তু চলমান বিতর্কে রবি শাস্ত্রীকে এক হাত নিলেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
রবি শাস্ত্রীকে আক্রমণ করে গম্ভীর বলেন, ‘গত দেড় বছরে ভারতের সাফল্যের কথাগুলো তুলে ধরছেন রবি শাস্ত্রী। কিন্তু তিনি ব্যর্থতার কথাগুলো বলছেন না। তাঁর সময়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছি আমরা। বাংলাদেশে গিয়ে তাদের কাছেও হেরেছি। তা ছাড়া কোচ হওয়ার জন্য তিনি কতটা মরিয়া ছিলেন সাম্প্রতিক সময়ে তাঁর কথাগুলোই তা প্রমাণ করে।’