জয়ের ধারা অব্যাহত শেখ জামালের

শেখ জামালের পক্ষে প্রথম গোলটি করে সতীর্থ মিডফিল্ডার সোহেল রানার সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন দলটির হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জিতেই চলছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে শেখ জামালকে গোলের সূচনা এনে দেন দলটির হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে। চার মিনিট পর নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন ব্যবধান দ্বিগুণ করেন।
লিগে শেখ জামালের এটি টানা তৃতীয় জয়। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে তারা। এর আগে প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে জিতেছিল গতবারের চ্যাম্পিয়নরা।
আর ফেনী সকার ক্লাব তিন ম্যাচের তিনটিতেই হেরে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে।