জমে উঠেছে বোলিং র্যাংকিংয়ের লড়াই
টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলের জন্য এমন জমজমাট লড়াই দেখা গেল অনেক দিন পর। টেস্ট ক্রিকেটের সেরা বোলারের স্থানটির জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইয়াসির শাহ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে। অ্যান্টিগা টেস্টের এক ইনিংসে সাত উইকেট নিয়ে আপাতত শীর্ষে উঠেছেন অশ্বিন।
লর্ডস টেস্ট ১০ উইকেট নিয়ে বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো নৈপুণ্য দেখাতে পারলে হয়তো ধরে রাখতে পারতেন শীর্ষস্থানটা। কিন্তু এবার তাঁর ঝুলিতে জমা হয়েছে মাত্র একটি উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠেছেন অশ্বিন। এক ইনিংসেই নিয়েছেন সাত উইকেট। ম্যাচজয়ী এই পারফরম্যান্সের পর বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন ভারতের এই অফস্পিনার।
ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডও লড়ছেন শীর্ষস্থানের জন্য। অশ্বিনের চেয়ে খুব বেশি পিছিয়েও নেই তাঁরা। শীর্ষে থাকা অশ্বিনের রেটিং ৮৭৬। ওল্ড ট্রাফোর্ড টেস্টে চার উইকেট নেওয়া অ্যান্ডারসন দ্বিতীয় স্থানে আছেন ৮৭৫ রেটিং নিয়ে। তৃতীয় স্থানে থাকা ব্রডের রেটিং ৮৫২। কয়েক দিন আগেই শীর্ষে ওঠা ইয়াসির এখন চলে গেছেন পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
প্রায় একই সঙ্গে আরো কয়েকটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন অশ্বিন, অ্যান্ডারসন, ব্রড ও ইয়াসির। ফলে ভবিষ্যতে লড়াইটা হয়তো আরো জমে উঠবে। বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্করাও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জ্বলে উঠতে দেখা গেছে এই তিন বোলারকেও। ৭৪১ রেটিং নিয়ে হ্যাজেলউড আছেন অষ্টম স্থানে। লায়ন ও স্টার্ক আছেন ১২ ও ১৪তম অবস্থানে। শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথও খুব বেশি পিছিয়ে নেই। তিনি আছেন ১৩তম অবস্থানে।

স্পোর্টস ডেস্ক