পাকিস্তানকে নিয়ে মিয়াঁদাদের ক্ষোভ

বাংলাদেশ সফরে এসে রীতিমতো নাজেহাল অবস্থা পাকিস্তান দলের। টানা দুই ম্যাচে পরাস্ত হয়ে ওয়ানডে সিরিজ হার নিশ্চিত করে তারা এখন ‘হোয়াইটওয়াশে’র আশঙ্কার সামনে। এমন হতাশাজনক পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ পাকিস্তানের কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের মতে, এটাই দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ‘বাজে সময়’।
প্রস্তুতি ম্যাচে হার দিয়ে সফর শুরু করা ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি। সহজেই ৭৯ রান ও ৭ উইকেটে অতিথিদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এখনই বড় ধরনের পদক্ষেপ না নিলে পাকিস্তান ক্রিকেটের আরো অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিয়াঁদাদ। বার্তা সংস্থা এএফপিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশের কাছে এই হার আমাদের একেবারে নিচের দিকে ঠেলে দিয়েছে। এখনই বড় ধরনের কোনো পদক্ষেপ না নিলে আমাদের ক্রিকেট আরো নিচের দিকে চলে যাবে।’
তবে শুধু স্বদেশের সমালোচনাই করেননি, বাংলাদেশকেও প্রশংসায় ভাসিয়েছেন মিয়াঁদাদ, ‘বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। আমি তো মনে করি, তারা এখন যেকোনো দলকেই চমকে দিতে পারে। প্রতিদিনই তারা এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ দলের এই বদলে যাওয়ার পেছনে মিয়াঁদাদেরও অবদান আছে। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা এই সাবেক ‘গ্রেট’ বলেছেন, ‘আমি বাংলাদেশে কিছুদিন কোচিং করিয়েছিলাম। তখন তাদের কিছু বেসিক জিনিস শিখিয়েছিলাম। খাটো লেন্থের বলে তারা অনেক দুর্বল ছিল। তাদের বেসিক নিয়ে লেগে থাকার প্রশংসা না করে পারছি না। এখন তাদের খেলা দিন দিনই উন্নতি করছে।’
সাবেক উইকেটরক্ষক ওয়াসিম বারির মুখেও বাংলাদেশের প্রশংসা। পাশাপাশি পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সাফল্যের ধারা খুব ভালোভাবেই ধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে আমাদের অবনতি হচ্ছে। পাকিস্তান দলে কোনো কৌশল নেই, কোনো পরিকল্পনাও নেই। আর তাই তারা ভেঙে পড়ছে।’
আরেক সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফও পাকিস্তান দল নিয়ে বিরক্ত। তাঁর মতে, ‘গত পাঁচ বছরে আমরা প্রায় ৯০ জন খেলোয়াড়কে খেলিয়েছি। সবচেয়ে খারাপ বিষয় হলো আমরা ব্যাটসম্যানদের একটি নির্দিষ্ট পজিশনের জন্য স্থায়ী করতে পারিনি। ১৯টি আলাদা উদ্বোধনী জুটিও পেয়েছি আমরা। বোলিং আক্রমণেও অনেকবার পরিবর্তন এসেছে। তাই আমাদের দলটা স্থিতিশীল হতে পারছে না।’