‘বিধ্বস্ত’ আজহারদের পাশে মিসবাহ
প্রথম দুই ম্যাচে পরাস্ত হয়ে ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের সামনে এখন ‘হোয়াইটওয়াশ’ হওয়ার আশঙ্কা। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচকদের তীরে বিদ্ধ হতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। সেসব সমালোচকের তালিকায় সর্বাগ্রে আছেন জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তি। তবে এ দুঃসময়ে ক্রিকেটাররা পাশে পাচ্ছেন মিসবাহ-উল-হককে। ওয়ানডে অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান এগিয়ে যাবে বলেই বিশ্বাস টেস্ট অধিনায়ক মিসবাহর।
বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে থেকে অবসর নেওয়া মিসবাহ বাংলাদেশের কাছে সিরিজ হারে স্বাভাবিকভাবেই হতাশ। তবে আজহার ও তাঁর সতীর্থদের প্রতি পুরোপুরি আস্থাশীল তিনি। সোমবার সাংবাদিকদের মিসবাহ বলেছেন, ‘পাকিস্তানের এই দলে তরুণদের ছড়াছড়ি। নতুন অধিনায়ক আজহার আলীর নেতৃত্বে উন্নতি করতে দলটিকে সময় দেওয়া প্রয়োজন।’ উত্তরসূরি আজহারের পক্ষে যে রাতারাতি সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়, সে কথাও জানিয়েছেন মিসবাহ।
সাঈদ আজমল প্রথম দুই ম্যাচে একদমই সুবিধা করতে পারেননি। অবৈধ বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই অফস্পিনারকে আগের ছন্দে দেখা যায়নি। তবে পাকিস্তানের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়কের ওপরও আস্থার অভাব নেই মিসবাহর, ‘এত কম সময়ের মধ্যে আগের ছন্দে ফেরা সাঈদ আজমলের জন্য সহজ কথা নয়।’
বাংলাদেশ দলের প্রশংসা করতেও ভোলেননি ওয়ানডেতে কোনো শতক ছাড়াই পাঁচ হাজার রানের ‘রেকর্ড’ গড়া মিসবাহ, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব শক্তিশালী দল। তবে সবচেয়ে বড় কথা, তারা অনেক উন্নতি করেছে।’