এবার ফেনী সকারে বিধ্বস্ত শেখ রাসেল

হার যেন পিছু ছাড়ছেই না শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এবার তারা হেরেছে ফেনী সকার ক্লাবের কাছে। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ হেরেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি।
আজ শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে ফেনী সকার ২-০ গোলে জিতেছে। আসরে এটি তাদের প্রথম জয়। এর আগে তিন ম্যাচের দুটিতে ড্র এবং একটিতে হেরেছিল তারা।
ম্যাচের ৩৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লক্ষ্য ভেদ করে ফেনী সকার। নাইজেরীয় ফরোয়ার্ড থুয়াম ফ্রাংকের করা গোলে এগিয়ে যায় তারা।
৮১ মিনিটে ফেনীর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার চৌমরিন রাখাইন। ফরোয়ার্ড শাহরান হাওলাদারের বাড়িয়ে দেওয়া বল ধরে জালে জড়াতে মোটেও ভুল করনেনি তিনি।
এই জয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে একেবারেই তলানিতে রয়েছে শেখ রাসেল।
শেখ রাসেল এর আগে প্রথম ম্যাচে উত্তরা বারিধারার কাছে ১-০ গোলে হেরেছিল। এ ছাড়া রহমতগঞ্জের কাছে ২-০ ও চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল ঢাকার ফুটবলের সাবেক ট্রেবল জয়ী দলটি।