ড্রয়ের ফাঁদেই আটকে রইল মোহামেডান

প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র দিয়েই শুরু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চতুর্থ ম্যাচে এসেও জয়ের দেখা পায়নি তারা। ড্রয়ের ফাঁদে আটকে রইল সাদা-কালোর শিবির।
আসরে মোহামেডান চার ম্যাচ খেলে তিনটিই ড্র করেছে। আর একটি মাত্র ম্যাচে হেরেছে তারা।
রোববার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গেলেও ম্যাচটি জিততে পারেনি মোহামেডান। বিজেএমসির সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের ৪৫ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে এগিয়ে যায় সাদা-কালোর শিবির। মাঝমাঠ থেকে একটি বল পয়ে দ্রুত বক্সে ঢুকে চমৎকার শটে জালে জড়াতে মোটেও ভুল করেননি তিনি।
ম্যাচে ৫০ মিনিটে খেলার সমতা নিয়ে বিজেএমসি। মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের কর্নার শটে আরেক মিডফিল্ডার মোখলেসুর রহমান দুর্দান্ত হেডে গোল করলে মোহামেডান শিবিরে হতাশা নেমে আসে।
এই হতাশা ম্যাচের শেষ পর্যন্ত ছিল। পরে শতচেষ্টা করেও কোনো গোল আদায় করতে পারেনি তারা।
এই ড্রয়ের ফলে চার ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান অষ্টম।