মাদ্রিদ-ডার্বিতে চোটগ্রস্ত রিয়াল
গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে সাতবার দেখা হয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বীর। অথচ এবার মাদ্রিদ-ডার্বিতে একবারও জিততে পারেনি রিয়াল। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই দলের লড়াইয়ের ফল ছিল গোলশূন্য। বুধবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগ জিততে না পারলে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে ছুটি হয়ে যাবে রিয়ালের। বাঁচা-মরার লড়াইয়ের আগে স্পেনের সফলতম ক্লাব চোট সমস্যায় জর্জরিত।
রিয়ালের ‘বিবিসি’খ্যাত দুর্ধর্ষ আক্রমণভাগের দুই ‘বি’ই পড়েছেন চোটের কবলে। বুধবার মাঠে নামতে পারবেন না গ্যারেথ বেল ও করিম বেনজেমা। চোট আক্রান্ত প্লেমেকার লুকা মদ্রিচও নেই। ফুলব্যাক মার্সেলোও এই ম্যাচ খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। তাই টানা দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকিয়ে থাকতে হবে রিয়াল-ভক্তদের।
গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস রদ্রিগেজের ওপরেও অবশ্য যথেষ্ট আস্থা কার্লো আনচেলত্তির। গত শনিবার স্প্যানিশ লা লিগায় মালাগাকে ৩-১ গোলে হারানোর পর রিয়ালের কোচ আনচেলত্তি বলেছেন, ‘এই ম্যাচের সেরা খেলোয়াড় ছিল হামেস। সে যেন দলের মধ্যে প্রাণসঞ্চার করেছে।’ কথাটা একদম সত্যি। এ মাসের শুরুতে চোট থেকে সেরে উঠে মাঠে ফিরে দারুণ খেলছেন রদ্রিগেজ। তাঁর নৈপুণ্যে রিয়াল টানা চার ম্যাচ জিতে লিগ শিরোপা ফিরে পাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।
মালাগার বিপক্ষে রদ্রিগেজ করেছিলেন একটি গোল। ওই ম্যাচে পেনাল্টি মিস করার পর রোনালদোও করেছেন একটি গোল, যা এবারের মৌসুমে পর্তুগিজ তারকার ৫০তম গোল। এ সুবাদে টানা পাঁচ মৌসুম ৫০ গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ দারুণ উজ্জীবিত। সোমবার ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মারিও মানজুকিচ। গোড়ালির সমস্যার কারণে গত শনিবার লিগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলতে পারেননি এই ক্রোয়েশিয়ান স্ট্রাইকার। তবে রিয়ালের বিপক্ষে তাদের মাঠে নামতে হবে মিডফিল্ডার মারিও সুয়ারেজকে ছাড়া। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না স্প্যানিশ মিডফিল্ডার।
গতবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর থেকেই রিয়ালের সামনে ‘অপরাজেয়’ হিসেবে আবির্ভূত হয়েছে আতলেতিকো। এবারের মৌসুমের শুরুতে দুই লেগের স্প্যানিশ সুপার কাপে আতলেতিকো একটি ম্যাচ জিতেছে। অন্যটি ড্র হওয়ায় শিরোপা উঠেছে রিয়ালের নগর-প্রতিদ্বন্দ্বীর ঘরে। কোপা দেল রে’র দুই ম্যাচেও আতলেতিকো একটি জিতে আর অন্যটি ড্র করে রিয়ালকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে। লা লিগায় দুই ম্যাচেই রিয়ালকে হারের তেতো স্বাদ দিয়েছে আতলেতিকো। ২-১ আর ৪-০ গোলে জিতেছে ডিয়েগো সিমিওনের দল। সর্বশেষ গত সপ্তাহের লড়াইয়ে কোনো দল গোল করতে পারেনি।
বুধবার চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও ফরাসি ক্লাব মোনাকো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতে শেষ চারের পথ বেশ প্রশস্ত করে রেখেছে জুভেন্টাস।