যেখানে সবার চেয়ে এগিয়ে সাকিব

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড অনেক আগেই নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। খুব দ্রুত ওয়ানডের শীর্ষস্থানেও দেখা যাবে সাকিবের নাম। আর মাত্র দুটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যেতে পারবেন আব্দুর রাজ্জাককে। শুধু বাংলাদেশের ক্রিকেটেই না, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন সাকিব। শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, সুনীল নারাইনদের পেছনে ফেলে সাকিবই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম স্পিনার।
স্পিনারদের হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিটা আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারাইনের দখলে। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে দুই উইকেট নিয়ে সাকিব পেছনে ফেলে দিয়েছেন নারাইনকে। ২০৯ ম্যাচে সাকিবের সংগ্রহ ২৪২ উইকেট। আর নারাইনের ঝুলিতে জমা হয়েছে ২৪১ উইকেট। ২৪০ ও ২৩৯ উইকেট নিয়ে নারাইনের ঠিক পেছনেই আছেন আজমল ও আফ্রিদি। ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১৯৩টি ম্যাচ খেলে শিকার করেছেন ১৯৮টি উইকেট।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সাকিবের নাম আছে সাত নম্বরে। তবে আগের ছয়জনই পেসার। সবচেয়ে বেশি ৩৪১ উইকেট নিয়ে শীর্ষে আছেন ডোয়াইন ব্রাভো। এরপর আছে লাসিথ মালিঙ্গা (২৯৯), ইয়াসির আরাফাত (২৮০), আলফোনসো থমাস (২৬৩), আজহার মেহমুদ (২৫৮) ও ডির্ক ন্যানেসের (২৫৭) নাম। সাকিবের নামটা যে ভবিষ্যতে আরো ওপরে দেখা যাবে, তাতে কোনোই সন্দেহ নেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সাকিবের নাম আছে শুরুর দিকে, ষষ্ঠ স্থানে। ৫৪টি ম্যাচ খেলে সাকিব শিকার করেছেন ৬৫টি উইকেট। ৯৭ উইকেট নিয়ে সবার আগে আছেন শহীদ আফ্রিদি।