‘মুস্তাফিজের অভাব পূরণই চ্যালেঞ্জ’
অস্ত্রোপচারের কারণে এখন জাতীয় দলের বাইরে মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এই বাঁহাতি পেসারকে পাওয়া যাচ্ছে না তা এখন নিশ্চিত। কারণ মুস্তাফিজকে মাঠে ফিরতে আরো সময় লাগবে কমপক্ষে পাঁচ-ছয় মাস।
ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে পাওয়া না গেলেও দলে তাঁর প্রভাব থাকছেই। প্রকারান্তরে সেটা স্বীকার করেছেন আরেক পেসার আল আমিন হোসেন। কাটার-মাস্টারের অভাব পূরণই চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে আল আমিন বলেন, ‘জাতীয় দলে আমরা যখন যে সুযোগ পেয়েছি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে মুস্তাফিজের জায়গায় তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই বা আমি, যে-ই থাকি না কেন তাঁর অভাব পূরণ খুব বড় চ্যালেঞ্জ। কারণ তার বোলিংয়ে যে ভিন্নতা আছে, যে অস্ত্র তার আছে, তা আমাদের কারোরই নেই।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সম্পর্কে আল আমিন বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, আবার প্রস্তুতির একটা ভালো মঞ্চও হতে পারে। তবে তারা এখন ভালো ক্রিকেট খেলছে। অবশ্য আমরা অনেক দিন খেলার বাইরে। এ জন্য আমাদের ভালো খেলে প্রমাণ করতে হবে।’